ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। বর্তমানে ভূমি সম্পর্কিত নানাবিধ সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমেই সেবা গ্রহীতা সেবা নিতে পারেন। যেমন- ই-নামজারী, ভূমি উন্নয়ন কর, ই-পর্চা, স্মার্ট নকশা ইত্যাদি। ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছতা ও ভোগান্তি হ্রাসের লক্ষ্যে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনের মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সেবা গ্রহীতারা যাতে খুব সহজে দেশে কিংবা বিদেশে থেকে ঘরে বসেই ভূমি সেবা নিতে পারে সেজন্য কল সেন্টার খোলা হয়েছে। নির্দিষ্ট কিছু তথ্য দেয়ান সাপেক্ষে সেবা গ্রহীতারা সেবা নিতে পারবেন।
ক্র.নং |
সেবার নাম |
১ |
ই-নামজারী |
২ |
ভূমি উন্নয়ন কর |
৩ |
ই-পর্চা |
৪ |
স্মার্ট নকশা |
৫ | অর্পিত সম্পত্তির একসনা বন্দোবস্ত নবায়ন |
৬ | অর্পিত একসনা মেয়াদী পুকুর, জলাশয়, ফলের বাগান প্রকাশ্যে নিলামে ইজারা প্রদান |
৭ | কৃষি খাস জমি বন্দোবস্ত |
৮ | পেরিফেরীভুক্ত হাট-বাজারের আধা শতক জমি একসনা বন্দোবস্ত |
৯ | খতিয়ান এবং নথির সার্টিফাইড প্রদান |
১০ | নালিশি ভূমির সীমানা চিহ্নতকরণ |
১১ | রেন্ট সার্টিফিকেট মামলা |
১২ | তথ্য, পরামর্শ এবং অভিযোগের জন্য |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS