Wellcome to National Portal

উপজেলা ভূমি অফিস বেতাগী, বরগুনা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। ই-নামজারি সরকার নির্ধারিত ফি‘র অতিরিক্ত ফি দিবেন না। সরকার নির্ধারিত কোর্ট ফি ২০/-, নোটিশ জারি ফি ৫০/-, রেকর্ড সংশোধন ফি ১০০০/- মিউটেশন খতিয়ান ফি ১০০/- সর্বমোট ফি- ১১৭০/- ( দালাল ধরে প্রতারিত হবেন না)। কেউ অযথা হয়রানি করলে অথবা অতিরিক্ত অর্থ দাবী করলে এসিল্যান্ডকে জানান। এসিল্যান্ডের ফোন নম্বরঃ ০১৭২৬৭৬২৯৪৩ অনলাইনের মাধ্যমে নামজারী (ই-মিউটেশন) আবেদনের জন্য নিম্ন লিখিত ধাপসমূহ অনুসরণ করুন: www.land.gov.bd--> নাগরিক কর্নার --> ই- নামজারি। জনস্বার্থে সকলকে উপরোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনের মাধ্যমে নিজ নিজ নামজারী (ই- মিউটেশন) আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। বর্তমানে ভূমি সম্পর্কিত নানাবিধ সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমেই সেবা গ্রহীতা সেবা নিতে পারেন। যেমন- ই-নামজারী, ভূমি উন্নয়ন কর, ই-পর্চা, স্মার্ট নকশা ইত্যাদি। ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছতা ও ভোগান্তি হ্রাসের লক্ষ্যে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনের মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সেবা গ্রহীতারা যাতে খুব সহজে দেশে কিংবা বিদেশে থেকে ঘরে বসেই ভূমি সেবা নিতে পারে সেজন্য কল সেন্টার খোলা হয়েছে। নির্দিষ্ট কিছু তথ্য দেয়ান সাপেক্ষে সেবা গ্রহীতারা সেবা নিতে পারবেন। 

ক্র.নং

সেবার নাম

ই-নামজারী

ভূমি উন্নয়ন কর

ই-পর্চা

স্মার্ট নকশা 

অর্পিত সম্পত্তির একসনা বন্দোবস্ত নবায়ন
অর্পিত একসনা মেয়াদী পুকুর, জলাশয়, ফলের বাগান প্রকাশ্যে নিলামে ইজারা প্রদান
কৃষি খাস জমি বন্দোবস্ত
পেরিফেরীভুক্ত হাট-বাজারের আধা শতক জমি একসনা বন্দোবস্ত
খতিয়ান এবং নথির সার্টিফাইড প্রদান
১০ নালিশি ভূমির সীমানা চিহ্নতকরণ
১১ রেন্ট সার্টিফিকেট মামলা
১২ তথ্য, পরামর্শ এবং অভিযোগের জন্য